SBI FD Costs 2021: সুখবর! PNB-র পরে এবার FD-তে সুদ বাড়িয়েছে SBI, জানুন নতুন হার… – sbi fd charges 2021: sbi revises fixed deposit desire amount, examine most recent updates below

এই সময় ডিজিটাল ডেস্ক: রিজার্ভ ব্যাংক টানা কয়েক বার রেপো রেট হ্রাস করায় ভারতীয় স্টেট ব্যাংক-ও (SBI) আমানতে সুদ কমিয়েছিল। যার ফলে এক সময় সুদের হার একেবারে তলানিতে এসে ঠেকেছিল। এই পরিস্থিতিতে গ্রাহকদের স্বস্তি দিয়ে সম্প্রতি নির্দিষ্ট কয়েকটি মেয়াদি স্থায়ী আমানতে (FD) সুদ বাড়িয়েছে দেশের বৃহত্তম ব্যাংকিং প্রতিষ্ঠানটি (SBI FD Fees 2021)। গত ১ জানুয়ারি পঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)-ও তাদের নির্দিষ্ট কয়েকটি মেয়াদি আমানতে সুদের হার বৃদ্ধি করেছিল।

SBI-এর নয়া বিজ্ঞপ্তি অনুসারে, ২ কোটি টাকার কম মূল্যের আমানতে নির্দিষ্ট কয়েকটি মেয়াদে সুদের হার ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। গত ৮ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বর্ধিত সুদের হার। রিনুয়াল এবং নতুন আমানত- উভয় ক্ষেত্রেই গ্রাহকদের বর্ধিত হারের সুবিধা গ্রহণ করতে পারবেন।

প্রতীকী ছবি

সাধারণ নাগরিকদের বিভিন্ন মেয়াদি স্থায়ী আমানতে SBI বর্তমানে গ্রাহকদের কত সুদ দিচ্ছে, এক ঝলকে দেখে নেওয়া যাক:

মেয়াদ সুদের হার
০৭ দিন থেকে ৪৫ দিন- ২.৯ শতাংশ
৪৬ দিন থেকে ১৭৯ দিন- ৩.৯ শতাংশ
১৮০ দিন থেকে ২১০ দিন- ৪.৪ শতাংশ
২১১ দিন থকে ১ বছরের কম- ৪.৪ শতাংশ
১ বছর থেকে ২ বছরের কম- ৫.০ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের কম- ৫.১ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের কম- ৫.৩ শতাংশ
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- ৫.৪ শতাংশ

PNB FD Costs 2021: সুখবর! নতুন বছরে FD-তে সুদ বাড়াল PNB, এক ক্লিকে সব তথ্য…
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার:

old 1

প্রতীকী ছবি

তবে সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণদের ক্ষেত্রে সমস্ত মেয়াদি আমানতে ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি। অর্থাৎ SBI-তে ফিক্সড ডিপোজিট করলে ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন তাঁরা। এই পুনঃমার্জনের পরে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদি FD-তে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার দাঁড়াবে ৩.৪০ শতাংশ থেকে ৬.২০ শতাংশ।

READ  Miles piden la renuncia de Jovenel Moise en Haití | Las noticias y análisis más importantes en América Latina | DW

প্রবীণ নাগরিকদের বিভিন্ন মেয়াদি স্থায়ী আমানতে SBI বর্তমানে গ্রাহকের কত সুদ দিচ্ছে, এক ঝলকে দেখে নেওয়া যাক:

মেয়াদ সুদের হার
০৭ দিন থেকে ৪৫ দিন- ৩.৪ শতাংশ
৪৬ দিন থেকে ১৭৯ দিন- ৪.৪ শতাংশ
১৮০ দিন থেকে ২১০ দিন- ৪.৯ শতাংশ
২১১ দিন থকে ১ বছরের কম- ৪.৯ শতাংশ
১ বছর থেকে ২ বছরের কম- ৫.৫ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের কম- ৫.৬ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের কম- ৫.৮ শতাংশ
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত- ৬.২ শতাংশ

উল্লেখ্য, প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম ‘SBI Wecare’-এর মেয়াদ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে দেশের বৃহত্তম এই ব্যাংকিং প্রতিষ্ঠানটি। এর আওতায় পাঁচ বছর বা তার বেশি মেয়াদের আমানতে অতিরিক্ত ৩০ বেসিস পয়েন্ট প্রিমিয়াম পাচ্ছেন বয়স্ক ব্যক্তিরা।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

Lascia un commento

Il tuo indirizzo email non sarà pubblicato. I campi obbligatori sono contrassegnati *